উইন্ডোজ ১০ সেটআপ দেয়ার নিয়ম এবং উইন্ডোজ ১০ সমস্যা এর সকল সমাধান নিয়ে আজকে আমি চলে এলাম আবারো, আজকে আমারা শিখবো এবং দেখবো কি কি সমস্যা হতে পারে উইন্ডোজ ১০ ইন্সটল করার সময় এবং কিভাবে এই সমস্যার সমাধান করা জায়, উইন্ডোজ ১০ সেটআপ এর সঠিক নিয়ম।
উইন্ডোজ ১০ সেটআপ এর প্রয়োজনীয় টুলস এবং অন্যান্য
উইন্ডোজ ১০ এর সেটআপ আর এর জন্যে যা যা প্রয়োজন তার একটি লিস্ট প্রথমে দেখে নিন,
- উইন্ডোজ ১০ এর ডাউনলোড করা ISO
- একটি ৮জিবি+ পেনড্রাইভ
- একটি ৮জিবি ব্লাঙ্ক DVD (না থাক্লেও হবে)
- একটি সচল উইন্ডোজ অথবা লিনাক্স সমর্থক কম্পিউটার
উইন্ডোজ ১০ সমস্যা এড়াতে নিচের বিষয় গুলো আগে থেকে চেক করে নিন
এখানকার লিস্ট থেকে কিছু জিনিস আপনাকে প্রথমে চেক করে নিতে হবে, জাতে করে উইন্ডোজ ১০ সেটআপ আমরা সঠিক ভাবে শুরু করতে পারি, অন্যথায় আমাদের অনেক রকম এরর এবং সমস্যা হবে,
- আপনার ডেক্সটপ / ল্যাপটপ এর BIOS কি Legacy নাকি UEFI
- আপনার HDD / SSD এর পার্টিশন স্টাইল কি ?
- আপনার ডেক্সটপ / ল্যাপটপ এর জন্যে যে সকল ড্রাইভার প্রয়োজন তা কি ইতিমদ্যে আপনার HDD তে আছে কিনা,
- আপনার কাছে ইন্টারনেট কানেকশন আছে কিনা,
আমি এবার প্রথম দুইটি বিশয়ে আলোকপাত করি, যদি আপনার BIOS UEFI হয়ে থাকে, এবং আপনার HDD এর Partition স্টাইল যদি GPT mode এর হয়ে থাকে তাহলে আমারা সেটআপ শুরু করবো UEFI Mode এ, আর যদি কিনা Legacy হয়ে থাকে তাহলে আমরা উইন্ডোজ ১০ সেটআপ শুরু করবো Legacy Mode e,
কিভাবে বুঝবেন আপনার BIOS আসলে কি ?
এটা খুবি সহজ বেপার, আপনার যদি ইন্টেল এর Second Gen থেকে শুরু করে এর পরের কোন মাদারবোর্ড হয় তাহলেই আপনি UEFI + Legacy এই দুইটি BIOS পবানে, আর যদি এর আগের কোন বোর্ড হয় তাহলে আপনার সুধু Legacy Bios রয়েছে, আমি পর পর দুইটি রকম করে ইন্সটল এর নিয়ম দেখাবো।
এবার দেখে নিন আপনার HDD / SSD এর পার্টিশন স্টাইল কি, এতা খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি আপনার Partition Style হয়ে থাকে MBR তাহলে আপনাকে Legacy Mode এ ইন্সটল করতে হবে উইন্ডোজ ১০, আর যদি কিনা GPT Mode এ থেকে থাকে তাহলে আপনি UEFI Mode এ উইন্ডোজ ১০ ইন্সটল করতে পারবেন, চলুন দেখি কিভাবে দেখে নিবেন আপনার HDD / SSD এর পার্টিশন স্টাইল।
প্রথমে স্টার্ট মেনু থেকে Command Promote (CMD) ওপেন করুন, এবং নিচের কমান্ড পর পর দিন
১> diskpart
২> list disk
এই কমান্ড করলেই উপরের ছবির মত আপনার হার্ড ড্রাইভ এর লিস্ট পাবেন, এবং সেশের দিকে Gpt এর পাশে যদি * মার্ক না থাকে তাহলে আপনার MBR পার্টিশন স্টাইল, এবং আপনাকে Legacy Mode এ ইন্সটল করতে হবে, আর যদি থেকে থাকে * মার্ক তাহলে আপনি UEFI Mode এ ইন্সটল করতে পারবেন।
উইন্ডোজ ১০ ডাউনলোড !
অরজিনাল উইন্ডোজ ১০ ডাউনলোড করার নিয়ম লিখে আমি পুরবে একটি আর্টিকেল এই সাইটে অ্যাড করে রেখেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন, এই লিঙ্ক এ ক্লিক করে দেখে নিন কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করতে হয়
অথবা সরাসরি উইন্ডোজ ১০ ডাউনলোড করতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।
উইন্ডোজ ১০ এর বুটেবল DVD !
প্রথম থেকে এইজে UEFI এবং Legacy নিয়ে এত কথা বললাম এর অন্যতম কারন হচ্ছে এই বুটেবল করা নিয়ে যে উইন্ডোজ ১০ সমস্যা রয়েছে, সে জন্যে।
যদি আপনি ডাউনলোড করা ISO ফাইলটি একটি DVD তে বার্ন করে নিতে পারেন, তাহলে আপনার আর কোন সমস্যা থাকবে না, কারন DVD থেকে আপনি যেকোনো পার্টিশন স্টাইল এবং UEFI অথবা Legacy Mode এ উইন্ডোজ ১০ ইন্সটল / সেটআপ করতে পারবেন।
উইন্ডোজ ১০ সেটআপ এর বুটেবল পেনড্রাইভ !
এবার হচ্ছে সমস্যা, এখন আমরা পেন্ড্রাইভ কে বুটেবল করার জন্যে রুফুস (Rufus) বেবহার করবো লিঙ্ক থেকে রুফুস ডাউনলোড করে নিন প্রথমে ।
ডাউনলোড হয়ে গেলে রুফুস ওপেন করুন ।
উপরের ছবি তে রুফুস দেখতে পারছেন আপনারা, প্রথমে Device থেকে আপনার Pendrive সিলেক্ট করুন, এর পর Select এ ক্লিক করে উইন্ডোজ ১০ এর ISO ফাইল টি সিলেক্ট করুন, এবার Partition Scheme থেকে বুঝে নিন আপনার HDD / SSD এর পার্টিশন অনুজাই কোনটি সিলেক্ট করবেন, MBR নাকি GPT.
স্টার্ট এ ক্লিক করে অপেক্ষা করুন। এটা কমপ্লেট হয়ে গেলে আমরা সেটআপ স্টার্ট করবো !
ল্যাপটপ / ডেক্সটপ এর BIOS থেকে বুটেবল ডিভাইস সিলেক্ট করা !
ইতি মদ্যে আমাদের রুফুস এর কাজ সেশ, অর্থাৎ আমাদের কাছে এখন একটি বুটেবল পেনড্রাউভ আছে, এবং আমরা সেটআপ শুরু করতে পারি। এই জন্যে আমাদের প্রথমে BIOS থেকে বুটেবল ডিভাইস পরিবর্তন করে দিতে হবে।
উপরে আমি কিছু ছবি অ্যাড করেছি, আপনারা লক্ষ্য করুন এখানে আলাদা আলাদা বোর্ড এর BIOS রয়েছে, পেনড্রাইভ / ডিভিডি থেকে বুট করতে হলে আপনাকে খুজে বের করতে হবে, প্রথম বুটেবল ডিভাইস হিসেবে কি সিলেক্ট করা, অথবা লেখা থাকতে পারে Boot Device Order / First Bootble Device / HDD Boot Sequece / Boot Device
এই সকল কিছু থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে পেনড্রাইভ অথবা ডিভিডি, তারপর BIOS সেভ করে পিসি রিস্টার্ট দিলেই পেনড্রাইভ / ডিভিডি থেকে উইন্ডোজ ১০ সেটআপ স্টার্ট হবে ।
আপনি যদি আপনার মাদারবোর্ড থেকে BIOS এ প্রবেশ করতে না পারেন অথবা কোন প্রকার সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি খুব দ্রুত আপনাকে একটা দমাধান দিবো
উইন্ডোজ ১০ সেটআপ স্ক্রিন !
যখন সেটআপ শুরু হবে প্রথম আপনি উপরের ছবির মত একটি স্ক্রিন পাবেন, দেখুন এখানে শুধু আপনাকে ভাষা পছন্দ করতে বলা হয়েছে, ভাষা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দিন, তারপর আসুন হার্ডড্রাইভ পার্টিশন এর পালায়।
এবার কিছু জিনিস মাথায় রাখুন, নয়তো সামান্য ভুল এর কারনে আপনার ডাটা চলে জেতে পারে, যদি আপনার HDD / SSD নতুন হয়ে থাকে, তাহলে আপনি প্রথমে হার্ডড্রাইভ এর যদি পার্টিশন থেকে থাকে তাহলে Delete করে নিন,
এবার নিউ তে ক্লিক করে এবার দেখুন, যদি আপনার সেটআপ মোড হয়ে থাকে UEFI তাহলে আপনি উইন্ডোজ এর জন্যে অটো ৪টি পার্টিশন পেয়ে জাবেন, আর যদি Legacy হয় তাহলে পাবেন ২ টি, যেমন টা উপরের ছবি তে দেখতে পারছেন।
এবার পার্টিশন সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করলেই সেটআপ শুরু হয়ে যাবে।
সেটআপ কমপ্লেট হয়ে গেলে আপনার পিসি রিস্টার্ট হবে এবং আপনাকে ওয়েলকাম ক্রিন এ নিয়ে যাবে।
ওয়েলকাল স্ক্রিন চলে আসলে আবারও ভাষা পছন্দ এবং অন্যান্য কিছু সেটিং পাস করে আগে বারুন, এবং হোম স্ক্রিন এ চলে জান, আমাদের সেটআপ সম্পন্ন হয়ে গেছে।
ড্রাইভার ইন্সটল !
এটি অনেকের কাছে খুব সহজ আবার খুব কঠিন কাজ, আমি খুব সহজ করে দিচ্ছি কাজ টা, অনেকের কাছে মাদারবোর্ড এর ডিভিডি থাকে, সেখান থেকে ইন্সটল করে নিতে পারেন,
যাদের কাছে ডিভিডি নেই, তাদের আমি আগে বলে রেখেছিলাম যে ড্রাইভার ডাউনলোড করে রাখার জন্যে, যদি সেটাও না করে থাকেন তাহলে অন্য উপায় দিচ্ছি।
আপনার বাসায় যদি ইন্টারনেট থাকে তাহলে প্রথমে চেক করুন আপনার পিসি তে ইন্টারনেট কানেক্ট হয়েছে কিনা, কারন উইন্ডোজ ১০ এর সাথে ডিফাল্ট ড্রাইভার হিসেবে লেন ড্রাইভার ইন্সটল হয়ে জায়, যদি পিসি তে কানেক্ট থাকে তাহলে ভাল,
যাদের পিসি তে ড্রাইভার ইন্সটল হয় নি তারা কি করবেন ?
আপনার কাছে স্মার্ট ফোন আছে ? যদি থাকে তাহলে প্রথমে আপনার ফোন কে ওয়াইফাই এর সাথে কানেক্ট করুন এবং একটি USB ক্যাবল নিন, এর পর ফোন কে পিসি তে কানেক্ট করুন, ফোন এর সেটিং এ চলে যান, দেখুন tether and hotspot সেটিং আছে, এখান থেকে আপনি USB Tether অন করে দিন, ৩০ সেকেন্ড অপেক্ষা করুন এবং দেখুন আপনার পিসি তে নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে,
এবার নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেলে প্রথমে Driver Booster ডাউনলোড করুন, ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ওপেন করে নিন,
স্কান লেখা দেখতে পারছেন ? তাকিয়ে না দেখে স্ক্যান এ ক্লিক করে দিন,
আপডেট নাউ (Update Now) এ ক্লিক করে বসে থাকুন খানিক সময়, যখন ড্রাইভার বুস্টার আপনার জন্যে সব ড্রাইভার ইন্সটল করে দিবে, কমপ্লেট হয়ে গেলে পিসি রিস্টার্ট করে ফেলুন, এবং দেখুন আপনার সব ড্রাইভার ইন্সটল হয়ে গেছে।
অ্যাক্টিভেশন !!!
কিনে নেন, ৬০০ টাকাতেই পাবেন উইন্ডোজ ১০ প্রো। কথা সত্য, আমি নিজে কিনেছি এবং অনেক কেই কিনে দিয়েছি,
আর হে অবশ্যই পাইরেটেড উইন্ডোজ ব্যাবহার করা থেকে বিরত থাকুন এটা আপনার ভালর জন্যেই বলছি, কারন এতে অনেক Malware / Adware ভাইরাস থাকে, এটা আপনাকে কখন কাবু করে ফেলবে আপনি বুঝতেই পারবেন না।
উইন্ডোজ কিনার বেপারে হেল্প লাগলে ফেসবুক এ আমার ফেক প্রফাইলে একটি ম্যাসেজ দিন, লিঙ্ক নিচে
https://facebook.com/m1s3rys1gn4l
কোন প্রকার সমস্যা হয়ে নিরধিদায় জানাবেন, আর বাংলা বানানে আমার অনেক সমস্যা আছে, নিজ গুণে ক্ষমা করবেন ।
Leave feedback about this