December 12, 2024
Keranigonj, Dhaka - 1310
Linux RaspberryPi

একটি রাস্পবেরি-পাই এবং হোম সার্ভার এর গল্প !

একটি রাস্পবেরি-পাই এবং হোম সার্ভার এর গল্প
একটি রাস্পবেরি-পাই এবং হোম সার্ভার এর গল্প

হে, বুঝতেই পারছেন এই আর্টিকেল এ কি লিখতে জাচ্ছি আমি, আসলে রাস্পবেরি-পাই দিয়ে আমি এত এত প্রজেক্ট করেছি যে সব লিখতে লিখতে কএক বছর লেগে যাবে আমার, তবুও আমি একটা একটা করে শেয়ার করবো ইনশা আল্লাহ্‌ 🙂

আজকে জানবো একটি হোম সার্ভার এর জন্যে কি কি প্রয়োজন পরবে আমাদের এবং আমরা হোম সার্ভার থেকে কি কি আশা করতে পারি।

প্রয়োজনীয় মাল পত্র রাস্পবেরি-পাই হোম সার্ভার এর জন্যেঃ

  • একটি রাস্পবেরি-পাই ২ অথবা ৩/৪
  • একটি ১৬ জিবি মেমরি কার্ড ( অবশ্যই অরজিনাল ব্রান্ড এর নিতে হবে ) আমরা Transcend ব্যাবহার করছি
  • একটি ২৪০ জিবি SSD
  • সচল ইন্টারনেট কানেকশন (জত বেশি তত ভাল)

কি কি করা জেতে পারে এই রাস্পবেরি-পাই হোম সার্ভার দিয়ে ?

জানতে ইচ্ছে হচ্ছে তাইতো ?
আমি কিছু প্রজেক্ট লিস্ট দিচ্ছি আপাতত আমি পরে প্রতিতা প্রজেক্ট এর হাতেকরি বর্ণনা করবো এবং আপনার সামনে সহজ ভাবে তুলে দরার প্রবল ইচ্ছে রাখবো।

  • একটি সাধারন ফাইল সার্ভার / যেটা থেকে আপনি ফাইল শেয়ার এবং ষ্টোর করতে পারবেন আর পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি আপনার ফাইল সার্ভার এক্সেস করতে পারবেন।
  • একটি পাওয়ারফুল ফাইল সার্ভার / অনেক ক্লাউড সার্ভার দেখেছেন যেমন গুগল ড্রাইভ , তো আপনার নিজের একটা থাকলে কেমন হয় ? যেটা দিয়ে আপনি আপনার সব ডিভাইস থেকেই ফাইল আপলোড , ছবি সহ কারে সব কিছুই অটো আপলোড করে রাখতে পারবেন।
  • একটি সচল VPN Server / বাইরের কোন হটস্পট থেকে ইন্টারনেট ব্যাবহার করছেন আর ভাবছেন ডাটা ব্রিচ এর কথা, কখন কি হ্যাক হয়ে জায়, তো আপনার নিজের যদি একটি VPN সার্ভার থাকে তাহলে যেকোনো প্রান্ত থেকে প্রাইভেট VPN এ কানেক্ট করে নিজেকে Encrypted করে রাখতে পারবেন।
  • Samba সার্ভার / যদি আপনার বাসায় একাদিক ডিভাইস থাকে আর এই একটি সার্ভার থেকে খুব সহজেই ফাইল শেয়ার করা জায় তাহলে কিন্তু অনেক কাজ সহজ হয়ে জায়।
  • Music Server / যদি আপনার নিজের একটা মিউজিক সার্ভার থাকে তাহলে আপনি যেকোনো প্রান্ত থেকে নিজের পছন্দের গান গুলো শুনতে পারবেন, এবং আবার বাসায় আপনার পরিবার এর অন্যরাও আপনার এই সার্ভার থেকে মিউজিক স্ট্রিম করতে পারবেন
  • হোম মিডিয়া সার্ভার / হে এটাও অনেকটা মিউজিক সার্ভার এর মতই, একটি মুভি সার্ভার নিজের আর পরিবারের সকলেই ব্যাবহার করতে পারবে এক সাথে।
  • টরেন্ট ক্লায়েন / একটি টরেন্ট ক্লায়েন বানিয়ে ফেলা যেতে পারে যেটাকে আপনি রিমটলি এক্সেস করতে পারবেন, অর্থাৎ আপনি একটা টরেন্ট বাসার বাইরে থেকে ডাউনলোড স্টার্ট করতে পারবেন এবং আপনি ফিরে দেখবেন আপনার ডাউনলোড হয়ে গেছে।

উপরের লিস্ট আপাতত ছোট রইলো আমি পরে একটা একটা প্রজেক্ট করে আপনাদের সাথে শেয়ার করবো ।
আমাদের সাথেই থাকুন আমাদের পরবর্তী আর্টিকেল প্রকাশ হউয়া পর্যন্ত।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image