NerdEan's Lab Blog Internet & Network Network Tools রাস্পবেরি-পাই দিয়ে বানিয়ে নিন হোম মিডিয়া সার্ভার
Computing Internet & Network Network Tools Windows

রাস্পবেরি-পাই দিয়ে বানিয়ে নিন হোম মিডিয়া সার্ভার

রাস্পবেরি-পাই
রাস্পবেরি-পাই

আপনি কি স্বল্প খরছে একটি হোম মিডিয়া সার্ভার এর কথা ভাবছেন ? তাহলে এই আর্টিকেল টি আপনার জন্যেই।
এখানে আমরা দেখাবো একটি রাস্পবেরি পাই দিয়ে কি করে Emby Media সার্ভার করে নিতে পারেন।

প্রথমে আমরা Emby Server এর সাথে পরিচিত হয়ে নেই!

অন্যান্য মিডিয়া সার্ভার যেমন plex, kodi যতটা পরিচিত Emby সেই তুলনায় তেমন পরিচিত না মানুষের কাছে, আজকে আমরা এই প্রোজেক্ট এ Emby কেনো সিলেক্ট করলাম তা বলছি, এর অন্যতম কারন হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি এবং এটার Client এবং Server এর জন্যে অ্যাপ রয়েছে, জাতে করে আপনি খুবি সহজে আপনার সার্ভার এ এক্সেস করতে পারবেন। এবং এটা যেহেতু ওপেন সোর্স সেক্ষেত্রে আপনি এটাকে ইচ্ছে মত সাজিয়ে নিতে পারবেন, এ জন্যে আপনাকে কোথাও জবাব দীহি করতে হবে না।

এবার দেখে নেই আমাদের কি কি লাগবে রাস্পবেরি-পাই Emby Server এর জন্যেঃ

  • একটি রাস্পবেরি-পাই ২ ( অথবা এর চেয়ে উপরের মডেল, আমরা এই প্রোজেক্ট এ রাস্পবেরি-পাই ৪ বেবহার করছি)
  • একটি MicroSD Card ১৬ জিবি ( যত বেশি নিতে পারেন আপনার জন্যে তত ভাল )
  • একটি কার্ড রিডার এবং একটি ল্যাপটপ অথবা একটি ডেক্সটপ কম্পিউটার
  • একটি HDMI ক্যাবল এবং মনিটর
  • কিবোর্ড এবং মাউস

রাস্পবেরি-পাই তে Emby Server ইন্সটলঃ

আমাদের রাস্পবেরি-পাই তে তাদের ডিফল্ট অপারেটিং সিস্টেম Raspbian Buster ইন্সটল করে নিয়েছি, এবার প্রথমে আমরা টার্মিনাল ওপেন করে অপারেটিং সিস্টেম এর আপডেট এবং আপগ্রেড দিয়ে সুরু করছি নিচের কমান্ড এর মাদ্যমে।

sudo rpi-update

sudo apt dist-upgrade

এবার আমরা Emby Server এর ডাউনলোড পেজ থেকে আমাদের রাস্পবেরি-পাই এর জন্যে Emby Server এর প্যাকেজ টি ডাউনলোড করে ইন্সটল করে নিবো

wget https://github.com/MediaBrowser/Emby.Releases/releases/download/4.2.1.0/emby-server-deb_4.2.1.0_armhf.deb
dpkg -i emby-server-deb_4.2.1.0_armhf.deb

এটা সম্পন্ন হউয়া পর্যন্ত অপেক্ষা করবো, এবং এটা সম্পন্ন হয়ে গেলেই আমাদের ইন্সটল করার কাজ সেশ।

রাস্পবেরি-পাই তে Emby Server কনফিগারেশন :

উপরের ধাপ ঘুলো যদি সঠিক ভাবে করে থাকেন আমার মত তাহলে আপনাদের রাস্পবেরি-পাই তে Emby Server ইন্সটল হয়ে গেছে, এবার আমরা কিছু সাধারন কনফিগারেশন এর ব্যাপারে আলাপ করবো এবং আপনাদের সামনে তুলে দরবো, আমারা আমাদের মিডিয়া ফোল্ডার এবং ইউজার এর যে বেসিক সেটিংস্‌ সাথে সেটা দেখাবো।
আপনার রাস্পবেরি-পাই এর ব্রাউজার থেকে প্রথমে http://localhost:8096 এই এড্রেস টি ওপেন ক্রুন এবং দেখুন আপনাকে Emby Server একটি সেটআপ উইজার্ড এনে দিয়েছে,

রাস্পবেরি-পাই দিয়ে মিডিয়া সার্ভার

উপরের ছবি তে দেখতে পারছেন যে আপনাদের যে ফোল্ডার এর বিতর মুভি অথবা ভিডিও ডাউনলোড / সেভ করা আছে সেই ফোল্ডার এর সেটিং এবং ভাষার সেটিং আছে, এই সকল কিছু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার মন মত করে সেটিং করে নিন।

যেকোনো ডিভাইস থেকে আপনার রাস্পবেরি-পাই Emby Server এ কানেক্ট করুনঃ

যেকোনো ডিভাইস থেকে Emby Server এ কানেক্ট করা

Emby Server এর ক্লায়েন্ট অ্যাপ বলতে গেলে সকল প্লাটফর্ম এ পাওয়া জায়, স্মার্ট টিভি থেকে শুরু করে এক্সবক্স / প্লে স্টেশন পর্যন্ত, আমাজন ফায়ার টিভি , অ্যাপল টিভি অ্যান্ডয়েড টিভি বক্স এ রয়েছে emby server এর অ্যাপ। অ্যাপ ষ্টোর এ সার্চ করুন ডাউনলোড করুন আর কানেক্ট করুন। 

রাস্পবেরি-পাই কে ক্লায়েন্ট হিসেবে ইন্সটল করি:

এবার দেখাচ্ছি কিকরে আরেকটি রাস্পবেরি পাই কে ক্লায়েন্ট হিসেবে ব্যাবহার করতে পারবেন, এখানে আপনার কাছে ২টা অপশন আছে, আপনার যদি রাস্পবেরি-পাই তে কোন অপারেটিং সিস্টেম ইন্সটল থাকে তাহলে ডেবিয়ান প্যাকেজ ইন্সটল করে Emby Client অ্যাপ ওপেন করলেই হবে, আর যদি আপনি চান তাহলে Emby Client এর জন্যে রাস্পবেরি-পাই তে একটি অপারেটিং সিস্টেম রয়েছে সেটা মেমরি কার্ড এ বার্ন করে নিতে পারেন, 
প্রথমে আমরা ডেবিয়ান / রাস্পবিয়ান বাসটার অপারেটিং সিস্টেম এ Emby Theater করে দেখাবে

কিভাবে রাস্পবিয়ান অপারেটিং সিস্টেম এ Emby Theater ইন্সটল করতে হয়:

নিচের কমান্ড টি টার্মিনাল এ পেস্ট করে প্রথমে ডেবিয়ান প্যাকেজ ডাউনলোড করবো

wget https://github.com/MediaBrowser/emby-theater-electron/releases/download/3.0.9/emby-theater_3.0.9_armhf.deb

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল এর জন্যে নিচের কমান্ড টি টার্মিনাল এ পেস্ট করুন

sudo dpkg -i emby-theater_3.0.9_armhf.deb

ইন্সটল হয়ে গেলে রাস্পবেরি-পাই রিবোট করার প্রয়োজন আছে, তাই আমরা নিচের কমান্ড টি প্রয়োগ করবো

reboot

রিবোট হয়ে গেলে আমরা এবার emby theater চালু করবো 

emby-theater

ব্যাস হয়ে গেলো আমাদের emby theater, এবার আপনি যদি চান প্রতিবার আপনার রাস্পবেরি-পাই স্টার্ট এর পর পর Emby Theater আপনা আপনি চালু হয়ে যাবে তাহলে নিচের কমান্ড টার্মিনাল এর পেস্ট করে ফাইল টির একদম শেষে একটি লাইন অ্যাড করুন

sudo nano ~/.config/lxsession/LXDE-pi/autostart

নিচের লেখা টি অ্যাড করুন

@emby-theater

ব্যাস এবার আবার রিবোট করুন

রাস্পবেরি-পাই তে Emby Theater এর ডিস্ক ইমেজ ইন্সটলঃ

এখানে আমরা প্রথমে আমরা ইমেজ ফাইল টি ডাউনলোড করে নিবো আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার এ, তার পর Etcher দিয়ে সেই ইমেজ ফাইল কে রাস্পবেরি -পাই এর MicroSD কার্ড এ বার্ন করবো

Etcher এর ডাউনলোড লিঙ্ক

Emby Theater এর ডিস্ক ইমেজ ফাইল এর ডাউনলোড লিঙ্ক

কার্ড এ ডিস্ক ইমেজ বার্ন করা

HTTP ওয়েব সার্ভার এর জন্যে একটি মডার্ন থিম H5AI – NerdEan’s Lab

Exit mobile version