বর্তমান সময়ে স্টিম এর প্রতিটা গেম ১৫-২০০ জিবি পর্যন্ত কিংবা আরও বেশি, তো অন্যান্য দেশে ভাল ডাউনলোড স্পীড থাকায় এসব ব্যাপার কারও গায়ে লাগে না।
আমাদের দেশে এটা একটা বিরাট সমস্যা, ৮০% ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহারকারী 5Mbps স্পীড এ সীমাবদ্ধ, তো এই স্পীড নিয়ে একটি ৩০ জিবি গেম ডাউনলোড করতে গেলে ধৈর্যের বাঁধ ভেঙ্গে ৮৮ এর বন্যা চলে আশে,
তো আজকের এই আর্টিকেলে আমি কিছুটা সমস্যার সমাধান করে দিচ্ছি, আমি একটি ট্রিক শেয়ার করছি , এটি ফলো করলে আপনার ডাউনলোড স্পীড আপনি ৫গুন বারিয়ে নিতে পারেন, এটা কিভাবে কাজ করে আমি জানি না, তবে ডাউনলোড স্পীড বেড়ে যায় ৫গুন।
তো এখানে আমরা একটি প্রক্সি ব্যাবহার করবো, এই প্রক্সি আমাদের স্পীড বারিয়ে দিবে, আমি কিছুটা ধারনা করতে পারি হয়তো আমাদের স্টিম এর ডাউনলোড স্পীড কে এই প্রক্সি বিডিআইএক্স এ ট্রান্সফার করে দেয়, কারন আমি এই প্রক্সি ব্যাবহার করলে বিডিআইএক্স এর স্পীড পেয়ে যাই।
ট্রিম এর ডাউনলোড স্পীড বারাতে যা যা করতে হবে !
- প্রক্সি অ্যাড করার জন্যে Proxifier ডাউনলোড করতে হবে,
- কিছু প্রক্সি লিস্ট থেকে একটি Stable প্রক্সি সিলেক্ট করেতে হবে,
- স্টিম এর জন্যে প্রক্সি রুল অ্যাড করতে হবে,
কেনো একটি Stable প্রক্সি সিলেক্ট করতে হবে ?
কারন আমি যে প্রক্সি শেয়ার করবো এগুলো পাব্লিক প্রক্সি এবং ফ্রী এবং শেয়ারড, তো আমাদের মত অনেকেই এখানে থেকে প্রক্সি ব্যাবহার করছে, তাই আমাদের বেশি স্পীড এবং Stable একটি প্রক্সি সিলেক্ট করতে হবে, আবার এমনো হতে পারে আপনার আইএসপি থেকে এই প্রক্সি এবং পোর্ট ব্লক করা, তাই আমাদের এখানে একটু কষ্ট করে বেছে নিতে হবে সব চাইতে ভাল প্রক্সি ।
প্রক্সি লিস্ট কোথায় পাবো ?
নিচে আমি ২টি লিঙ্ক দিচ্ছি, আপনি সেখান থেকে অনেক বাংলাদেশি প্রক্সি পাবেন, আশা করি সাইটে প্রবেশ করলেই আপনি বুঝতে পারবেন কোন প্রক্সি টি প্রথম অবস্থায় সিলেক্ট করতে হবে,
কিভাবে কনফিগ করবো ?
আসুন এবার দেখে নেই কিভাবে প্রক্সি কনফিগ করবেন, প্রথমে নিচের লিঙ্ক থেকে Proxifier ডাউনলোড করে নিন, সাথে রেজিস্ট্রেশান কি দেয়া আছে।
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন, তারপর প্রক্সিফায়ার ওপেন করুন এবং নিচের ছবি দেখুন !
এখান থেকে প্রক্সি সার্ভার সিলেক্ট করুন এবং অ্যাড এ ক্লিক করুন, তারপর নিচের ছবির মত দেখুন প্রক্সি এর জায়গায় প্রক্সি আইপি এবং পোর্ট এর জায়গায় পোর্ট বসিয়ে নিন, প্রটোকল থেকে শক্স ভার্সন ৪ সিলেক্ট করুন,
এবং সেভ করে ফেলুন
এবার আসি রুল এর দিকে, এখান আমরা প্রক্সিফায়ার এ একটি রুল অ্যাড করবো জাতে করে এই প্রক্সি শুধু স্টিম ডাউনলোড এর ক্ষেত্রেই কাজ করে, কারন এই রুল অ্যাড না করলে আপনার ফুল পিসির নেটওয়ার্ক এই প্রক্সির মাধ্যমে চলবে, এতে করে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন,
কারন এটি একটি পাব্লিক প্রক্সি এবং এই প্রক্সি ব্যাবহার করে অনেকেই স্প্যাম থেকে শুরু করে অনেক কিছুই করতে পারে, তাই রুল টি অ্যাড করবো জাতে আপনার অন্যান্য ক্ষেত্রে ব্যাবহার করা ইন্টারনেট আগের মতই থাকে।
নিচের ছবির মত প্রক্সিফিকেসন রুলস এ চলে যান
উপরের ছবি তে দেখতে পারছে, আমি ডিফল্ট এবং লোকালহোস্ট এর অ্যাকশান কে ডাইরেক্ট সিলেক্ট করে দিয়েছি, এবং নতুন একটি রুল অ্যাড করেছি, এবার আপনিও অ্যাড এ ক্লিক করে নিন এবং নিচের ছবি টি দেখুন,
উপরের ছবি তে দেখতে পারছেন যে আমি নাম এর জায়গায় ব্যাবহার করেছি Steam
, এবং অ্যাপ্লিকেশান এর ক্ষেত্রে ব্যাবহার করেছি steam.exe
, আপনি চাইলে ব্রওজ এ ক্লিক করে মানুয়ালি steam.exe
সিলেক্ট করে নিতে পারেন।
অ্যাকশান থেকে আমি যে প্রক্সি অ্যাড করেছি সেটি সিলেক্ট করে দিয়েছি
এবার আপনি স্টিম থেকে একটি ডাউনলোড স্টার্ট করে দেখুন আপনার স্পীড বেড়েছে কিনা, যদি না বারে তাহলে অন্য একটি প্রক্সি আইপি অ্যাড করুন এবং আগেরটি রিমোভ করে দিন।
যদি কোন প্রকার সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন, এবং আপনার আইএসপি এর নাম শেয়ার করলে আমি আপনাকে ভাল একটি প্রক্সি আইপি খুজে দিতে পারবো,
পোস্ট টি ভাল লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।
বাংলা বানানে আমার বিশেষ দুর্বলতা আছে খমার দৃষ্টি তে দেখবেন এবং মুরাদ টাকলা গ্রুপ এর কোথা আপাতত ভুলে যান ।