NerdEan's Lab Blog Computing Windows উইন্ডোজ ১০ ডাউনলোড করার সেরা উপায়
Computing Windows

উইন্ডোজ ১০ ডাউনলোড করার সেরা উপায়

যদি আপনি অরজিনাল উইন্ডোজ ১০ এর রিটেইল ভার্সন ডাউনলোড করতে চান তাহলে এই লিখাটি আপনার জন্যেই।
উইন্ডোজ ১০ ডাউনলোড পাইরেটেড কপি এর টিপস থাকছে সাথে 😉

উইন্ডোজ ১০ ডাউনলোড
উইন্ডোজ ১০ ডাউনলোড

জেনুইন উইন্ডোজ ১০ ডাউনলোড

উইন্ডোজ ১০ এর অরজিনাল ISO ফাইল আপনাকে শুধু মাত্র গ্যারান্টি সহ মাইক্রোসফট ই দিতে পারে, তাই আমরা দেখবো কিভাবে মাইক্রোসফট এর অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ ১০ এর ISO ফাইল টি ডাউনলোড করতে হবে।
প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট এর অফিসিয়াল উইন্ডোজ ১০ এর ডাউনলোড পেজে এই লিঙ্ক থেকে

জেনুইন উইন্ডোজ ১০ ডাউনলোড

উপরে আমরা দেখছে পাচ্ছি মাইক্রোসফট সরাসরি ISO ফাইলটি ডাউনলোড করতে দিচ্ছে, এর পরিবর্তে মিডিয়া ক্রিয়েশন টুল দিচ্ছে, তো আমরা প্রথমে এটা ডাউনলোড করে ওপেন করবো।

জেনুইন উইন্ডোজ ১০ ডাউনলোড 0

এবার লাইসেন্স টার্ম এলে একসেপ্ট করে দিয়ে রাস্তা মাপুন !

জেনুইন উইন্ডোজ ১০ ডাউনলোড 0

এখন আমরা ২টা অপশন দেখতে পাচ্ছি, এখানে থেকে আমরা সেকেন্ড অপশন টি সিলেক্ট করে দিয়ে অগ্রসর হবো

জেনুইন উইন্ডোজ ১০ ডাউনলোড 0

লক্ষ্য করুন, এখন আপনাকে ভাষা উইন্ডোজ এর এডিশন এবং আর্কিটেকচার সিলেক্ট করতে বলা হয়েছে, যদি আপনি ৩২ বিট উইন্ডোজ ১০ ডাউনলোড করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিবেন।

জেনুইন উইন্ডোজ ১০ ডাউনলোড 0

ISO ফাইল মার্ক করে নেক্সট চাপুন, আপনি চাইলে সরাসরি এখান থেকেই একটি ফ্ল্যাশ ড্রাইভ ( পেন ড্রাইভ ) বোটেবল করে নিতে পারেন। তবে আমরা আপাতত ISO ফাইল টি ডাউনলোড করে নিবো।

জেনুইন উইন্ডোজ ১০ ডাউনলোড 0

সর্বসেশে আমরা ISO ফাইল টি কোথায় সেভ করবো সেই লোকেশন দেখিয়ে সেভ এ ক্লিক করে দিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবো, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। কারন এটা অনেক সময় নিবে ডাউনলোড হতে খুব সম্ভাবত ৪-৫ গিগাবাইট এর ফাইল।

এই ছিলো অরজিনাল উইন্ডোজ ১০ এর ISO ফাইল ডাউনলোড করার নিয়ম, এবার আমরা দেখবো পাইরেটেড কপি / রিটাচ / প্রি অ্যাক্টিভ ডাউনলোড করতে হয়,

আমি খুব সহজ একটা সাইট দিয়ে দিচ্ছি। এই সাইট রাশিয়ান একটি টিম মেইন্টেইন করে এবং এটা একটা গুপন সাইট। অ্যাড গার্ড টিমের নাম হয়তো শুনেছেন, তাদের একটি উইন্ডোজ ডাউনলোড করার সাইট আছে যেটা তারা নিয়মিত Update করে থাকে। লিঙ্ক নিচে

উইন্ডোজ ১০ ডাউনলোড

উইন্ডো ১০ প্রি অ্যাক্টিভ ডাউনলোড

নিচের লিঙ্ক থেকে আমাদের ডাউনলোড ফোরামে চলে জান, সেখানে আপনি প্রি অ্যাক্টিভ করা সকল উইন্ডোজ ১০ এর ভার্সন এর টরেন্ট এবং ডাইরেক্ট লিঙ্ক পেয়ে জাবেন।

গেমিং পিসি ২০২০ বিল্ড এর আল্টিমেট গাইডলাইন – NerdEan’s Lab

Exit mobile version