ভক্তরা দীর্ঘদিন ধরে আইওএসে অন্ধকার মোডের জন্য অপেক্ষা করে আসছিলো। আইওএস 13 এর সাহায্যে আপনি যথাযথ সিস্টেমে ডার্ক মোড ব্যাবহার সক্ষম করতে পারেন এবং এটি করা খুব সহজ। ডার্ক মোড চালু হওয়ার সাথে সাথে iOS জুড়ে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে যায়। অ্যাপলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলি বাক্সের বাইরে অন্ধকার মোডকে সমর্থন করে এবং আইওএস 13 প্রকাশিত হওয়ার সাথে সাথে সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছে।
আমরা সকলেই সবসময় নরমাল থিমটি ব্যাবহার করে থাকি।আর আমাদের সকলের একটি আকর্ষণ হল ডার্ক মোড। কে না চায় এই ডার্ক মোড ব্যাবহার করতে। ডার্ক মোড ব্যাবহার করলে চোখেও আলোর ঝলক টা কম লাগে যার কারনে মোবাইল ব্যাবহার করা টা একটু সহনশীল হয়।
ডার্ক মোড কিভাবে চালু করবেন
ডার্ক মোড ব্যাবহার করতে iOS 13 ভার্শন বা তাঁর উপরে হতে হবে। যাদের মোবাইল আপডেট দেয়া নেই তারা তাদের মোবাইল আপডেট করে নিবেন।
আপনি ৩টি মাধ্যমে ডার্ক মোড চালু করতে পারবেন। ১। সেটিংস আপ্পস ২। কন্ট্রোল সেন্টার ৩। সিরি

সেটিংসের মাধ্যমে কীভাবে আপনার আইফোন বা আইপ্যাডে ডার্ক মোড চালু করবেন (How to enable dark mode on your iPhone or iPad via Settings)
১। আপনার সেটিংস আপ্পস টিতে প্রবেশ করুন
২। স্ক্রল করে নিচে যান এবং Display & Brightness তে প্রেস করুন
৩। পরবর্তী স্ক্রীনে যাওয়ার পরে আপনি Appearance এর নিচে ২ টি অপশন দেখতে পারবেন Light এবং Dark। Dark এ ক্লিক করুন ব্যাস হয়ে গেছে।
৪। আপনি যদি দিন এবং রাতের তারতম্য অনুযায়ী Dark এবং Light মোড চালাতে চান তাহলে Automatic বা Options থেকে সিডুইল করে নিতে পারেন।
কন্ট্রোল সেন্টার মাধ্যমে কীভাবে আপনার আইফোন বা আইপ্যাডে ডার্ক মোড চালু করবেন (How to enable dark mode on your iPhone or iPad via Control Centre)

১.আপনার আইওএস ডিভাইসে Control Centre ওপেন করুন। আপনি হোম স্ক্রিনের নীচে থেকে উপরের দিকে সোয়াইপ করে এটি করতে পারেন।
২. ব্রাইটনেস ইনডিকেটর টি তে চাপ দিয়ে দরে রাখুন যতক্ষণ না এটি বড় হয়।
৩.একদম নিচে যান এবং Appearance Dark এ ক্লিক করুন এবং ডার্ক মোড চালু করুন।
সিরির মাধ্যমে কীভাবে আপনার আইফোন বা আইপ্যাডে ডার্ক মোড চালু করবেন (How to enable dark mode on your iPhone or iPad via Siri)
১। হোম বাটনে ক্লিক করে দরে রেখে সিরি র উইন্ডো টি আনুন তাঁর পর বলুন Hey, Siri
২। তারপর ডার্ক মোড চালু করতে বলুন Turn on dark mode
৩। ডার্ক মোড বন্ধ করতে একই ভাবে Turn off dark mode বললে এটা বন্ধ হয়ে যাবে।
মন্তব্য করুন