NerdEan's Lab Blog Computing Linux Manjaro Linux এ Spotify ইন্সটল !
Computing Linux

Manjaro Linux এ Spotify ইন্সটল !

হ্যালো বন্ধুরা, আপনি কি Manjaro Linux এর Pacman এ Spotify খুজে পাচ্ছেন না ?
যদি না পেয়ে থাকেন তাহলে এই আর্টিকেল আপনার জন্যেই।
Manjaro তে Spotify ইন্সটল করার বেশ কয়েকটি উপায় রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি সব চাইতে সহজ উপায় টি।

প্রথমে আমরা Manjaro এর Pacman এর সোর্স এ কিছুটা পরিবর্তন আনবো এবং পরে আমরা Pacman থেকেই Spotify ইন্সটল করে নিবো।
তাহলে আসুন দেখি কিকরে আমরা Pacman এ আর্চ লিনাক্স এর প্যাকেজ অ্যাড করে নিবো,

Pacman এর জন্যে AUR Repository অ্যাড করা

এখানে আমরা প্রথমে যাবো Add Or Remove Program এ, এবং সেখান থেকে Repository তে ক্লিক করে নিবো, তার পর আমরা AUR ট্যাব থেকে AUR Repository এনেবল করে দিবো, বুঝতে না পারলে নিচের গিফ টি দেখুন

এবার আমরা Pacman (Add/Remove Program) ওপেন করবো এবং Spotify সার্চ করবো,

দেখতে পাচ্ছেন এবার সার্চ করার পর Spotify দেখাচ্ছে, এবার আমরা এটা মার্ক করে ইন্সটল করে নিবো, বাস হয়ে গেলো আমাদের Spotify ইন্সটল করা।

Exit mobile version