NerdEan's Lab Blog Computing Linux লিনাক্সে PPPOE কানেকশন সেটআপ
Linux

লিনাক্সে PPPOE কানেকশন সেটআপ

আপনি যদি উবুন্টু / লিনাক্স মিন্ট / অথবা অন্যান্য ডেক্সটপ বা সার্ভার এ PPPOE কানেকশন সেটআপ করতে চান তাহলে প্রথমে টার্মিনাল ওপেন করুন এবং সেখান নিচের কমান্ড টি লিকে এন্টার প্রেস করুন,

sudo pppoeconf

এই কমান্ড এর পর পর আপনি টার্মিনাল এ দেখতে পাবেন আপনার কাছ থেকে রুট পাসওয়ার্ড চাইছে, রুট পাসওয়ার্ড দেয়ার পর পর আপনার কাছ থেকে চাইলে PPPOE ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং সেভ করে দিন টার্মিনাল এর নির্দেশনা অনুজাই,

এখন থেকে প্রতিবার আপনার সার্ভার অথবা ডেক্সটপ চালু করলেই PPPOE Dial UP কানেকশন টি সচল হয়ে যাবে।


এবার দেখি কিভাবে গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে PPPOE কানেকশন সেটআপ করতে হয়

প্রথমে আমরা নেটওয়ার্ক ম্যানেজার ওপেন করবো, উবুন্টু তে ডেক্সটপ এর কর্নার এ দেখবেন নেটওয়ার্ক আইকন আছে, সেটাতে প্রেস করে এডিট কানেকশন এ চলে জান

উবুন্টু PPPOE

এবার এড এ ক্লিক করুন, এবং নিউ কানেকশন থেকে DSL সিলেক্ট করুন, নিচের ছবির মত, DSL এ আপনার আই এস পির দেয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদান করুন এবং সেভ করুন

ফাইনালি আবার নেটওয়ার্ক আইকন এ ক্লিক করে DSL কানেকশন টি সিলেক্ট করুন, ব্যাস এবার নেটওয়ার্ক চেক করুন।

Exit mobile version