December 12, 2024
Keranigonj, Dhaka - 1310
Mikrotik Network Tools

মিক্রটিক রাউটার ওএস ৬.৪৪.২ এর ভার্চুয়াল বক্স ইমেজ | RouterOS 6.44.2 VMWARE Download

এটি মিক্রটিক এর সবচাইতে স্টেবল ভার্সন, আজকে আপনাদের সাথে শেয়ার করছি, Mikrotik RouterOS এর এই ভার্সন টি শুধু মাত্র VMWARE Workstation এবং VMWARE Player এ রান করতে পারবেন,

মিক্রটিক

কি কি সুবিধা থাকছে RouterOS এর এই VMWARE প্যাকেজে ?

ইহা ইতিমদ্যে লেভেল ৬ এর লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করা আছে, তাই কোন ঝামেলা ছারাই ব্যাবহার করতে পারবেন, এবং চাইলে VMWARE ক্লাউড এ ব্যাবহার করতে পারবেন।

কিভাবে রান করবেন RouterOS VMWARE টি ?

প্রথমে আপনাকে VMWARE Workstation Pro অথবা VMWARE Player ডাউনলোড করে নিতে হবে, নিচের লিঙ্ক থেকে। আর যাদের কাছে ইতিমদ্যে রয়েছে তারা এরিয়ে যান।

VMWARE Workstation Pro তে মিক্রটিক রাউটার ওএস টি অ্যাড করা !

ইন্সটল করা হয়ে গেলে প্রথমে RouterOS এর প্যাকেজ টি আনপ্যাক করুন,
এবার VMWARE WORKSTATION PRO অথবা Player ওপেন করুন এবং অ্যাড মেসিনে ক্লিক করুন,
এবার আনপ্যাক করা ফোল্ডার থেকে VMX ফাইল টি সিলেক্ট করে দিন,

এবার আপনি ইমপোর্ট এ ক্লিক করুন, এবং বুট করুন,
রেডি হয়ে গেলো আপনার RouterOS_6.44.2 লেভেল ৬ অ্যাক্টিভ করা ওএস টি।

নেটওয়ার্ক ইন্টারফেস সংক্রান্ত কোন সমস্যা হলে জানাবেন। আমরা সার্বক্ষণিক অ্যাক্টিভ আছি আপনার সাথে !

ব্লগে সাবস্ক্রাইব করবেন যদি ভাল লেগে থাকে। আর কন্টেন্ট চুরি করে কন্টেন্ট নির্মাতা দের মনে আঘাত হানবেন না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image